মনোজ্ঞ আয়োজনে হয়ে গেল ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাপনী উপলক্ষে গত ২ মে রাজধানীর উত্তরায় বিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
স্কুলের অধ্যক্ষা রোকসানা জারিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি গান, নাচ, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। শিক্ষাদানে বিশেষ অবদানের জন্য স্কুলের শিক্ষকদের স্মারক সম্মাননা প্রদান করা হয়।
স্কুলের প্রি-স্কুল ও প্রাথমিক শাখার প্রধান নাজমুন নাহারও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।