এক সপ্তাহের বকেয়া মজুরি পাচ্ছেন সিলেটে আন্দোলনরত চা শ্রমিকেরা, কাজে ফিরবেন শুক্রবার

কর্তৃপক্ষের আশ্বাসে আগামী শুক্রবার থেকে কাজে ফিরতে সম্মত হয়েছেন সিলেট শহরতলির বুরজান টি এস্টেটের আওতাধীন তিনটি বাগান ও একটি কারখানার আন্দোলনরত শ্রমিকেরা।
তারা বলছেন, বকেয়া ২০ সপ্তাহের মজুরির মধ্যে মালিকপক্ষ আগামীকাল বৃহস্পতিবার আপাতত এক সপ্তাহের মজুরি ও রেশন প্রদানের আশ্বাস দিয়েছেন। কাল মজুরি-রেশন পেলে শুক্রবার থেকে তারাও কাজে ফিরবেন।
আজ বুধবার (৭মে) সকালে বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনের সাথে আন্দোলনরত শ্রমিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে দুপুরে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, চা বোর্ডের চেয়্যারম্যান শ্রমিকদের দাবিগুলো শুনেছেন। বৈঠকে আপাতত তাদের এক সপ্তাহের বকেয়া মজুরি প্রদানের সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে তাদের সব বকেয়া পরিশোধ করা হবে।
বুরজান চা বাগানের চা শ্রমিক নেতা সোহাগ ছত্রী বলেন, আপাতত একটা সমাধান হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার চা শ্রমিকদের এক সপ্তাহের মজুরি প্রদানের সিদ্ধান্ত হয়েছে। মজুরি পেলে পরশু থেকে চা বাগান খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০ সপ্তাহ ধরে রেশন ও মজুরি পাচ্ছেন না সিলেটের বুরজান টি এস্টেটের আওতাধীন তিনটি বাগান ও একটি কারখানার শ্রমিকেরা। লোকসানের কথা বলে মালিকপক্ষ তাদের মজুরি দেওয়া বন্ধ রেখেছে। পরে বকেয়া মজুরি পরিশোধ ও বুরজান চা বাগান মালিকের লিজ বাতিলসহ ১১ দফা দাবিতে গত ৪ মে আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন তারা।