মেহেরপুরে রোগীবাহী মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় রোগীবাহী মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (৬ মে) রাত ১০টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাইক্রোবাসচালক জামাল উদ্দীন (পশ্চিম মালসাদহ), শাহীন হোসেন (গাড়াডোব) এবং তার ফুফু লাল বুড়ি (৪৫)।
নিহত শাহীনের দাদি ফজিলা খাতুন (৬৫), আলতাফ হোসেন (৪৮), উলফা খাতুন (৩৫) ও গোলাপী খাতুন (৩৫) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, নিহতদের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দাদি ফজিলা খাতুন অসুস্থ হয়ে পড়লে শাহীন হোসেন তাকে নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রওনা দেন।
পশ্চিম মালসাদহের জামাল উদ্দীনের মাইক্রোবাসে করে শুকুরকান্দি গ্রামের মাঠ এলাকায় পৌঁছালে পণ্যবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে লাল বুড়িকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চালক জামাল উদ্দীন রাত সাড়ে ৩টার দিকে এবং শাহীন হোসেন রাজশাহী নেওয়ার পথে ভোর ৫টার দিকে মারা যান।