ভারতে বাইকের সাথে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ২৫
ভারতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি প্রাইভেট বাসে আগুন লেগে অন্তত ২৫ জন যাত্রী দগ্ধ হয়ে মারা গেছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার চিননাটেকুরু গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। ঘুমন্ত অবস্থায় যাত্রীরা আতঙ্কে পড়ে যান, মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ২৩ জন প্রাণে বাঁচতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের অবস্থা এখনো নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের পরপরই বাসের সামনের অংশ থেকে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বাসের জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এবং আগুনের তীব্রতায় কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো বাস আগুনে পুড়ে যায়।
বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রী তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আকস্মিক ধাক্কায় ঘুম ভাঙার পর চিৎকার ও আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন তারা। ঘন ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় অনেকে বের হওয়ার পথ খুঁজে না পেয়ে ভেতরে আটকা পড়েন।কিছু যাত্রী জরুরি নির্গমন পথ দিয়ে কোনোমতে বেরিয়ে আসতে সক্ষম হলেও কয়েকজন সামান্য দগ্ধ হয়েছেন।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অন্ধ্রপ্রদেশের পরিবহনমন্ত্রী মান্দিপল্লি রাম প্রসাদ রেড্ডি। দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
আহতদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং দুর্ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে, তেলেঙ্গানার পরিবহনমন্ত্রী পন্নম প্রভাকর জানিয়েছেন, কুরনুলের মতো দুর্ঘটনা যদি আবারও ঘটে, তবে বেসরকারি বাস মালিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে। তিনি সতর্ক করে বলেন, 'যেসব বেসরকারি পরিবহন মালিকরা অনুমতি ছাড়া কিংবা রক্ষণাবেক্ষণে অবহেলা করে যাত্রীদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।'
