মাওলানা রইস হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নেতা ও মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে টানা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো চট্টগ্রামেও চলছে সড়ক অবরোধ। সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে শুরু হয় এ অবরোধ, চলবে দুপুর ১২টা পর্যন্ত।
নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, দুই নম্বর গেট, জিইসি, নতুন ব্রিজ, সল্টগোলা ক্রসিং, একে খান গেটসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়কগুলোতে অবরোধ চলছে। এছাড়া হাটহাজারী বাসস্ট্যান্ড, কাটিরহাট, রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি, আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়াসহ কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ণ সড়ক অবরোধ চলছে।
সকাল ১১ টায় সীতাকুণ্ডে মাদামবিবির হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কয়েকশো সুন্নি সমর্থক। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বেলা ১২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের সল্টগোলা ক্রসিংয়ে অবরোধকারীদের বাধা দেয় পুলিশ।

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) (গণমাধ্যম) মাহমুদা বেগম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, প্রতিবাদের ফলে যান চলাচলের বাধা সৃষ্টি হচ্ছে না। যান চলাচল স্বাভাবিক আছে।
বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আন্দোলনকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য, গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ আখলাছ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা রইস উদ্দিনকে গত ২৭ এপ্রিল শিশু বলাৎকারের অভিযোগে গাছের সঙ্গে বেঁধে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করে একদল লোক। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই রাতেই তার মৃত্যু হয়।
তাকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে আজ সড়ক অবরোধের ডাক দিয়েছে ইসলামী ছাত্রসেনা।