৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমের বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
আজ রোববার দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। গত ৩০ এপ্রিল মামলা দায়ের করা হয়েছে।
এজহারে বলা হয়েছে, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে মোরশেদ আলম নোয়াখালীতে কোম্পানির এরিয়া অফিসের জন্য জমি ক্রয়ের উদ্যোগ নেয়। এসময় নিজের ছেলে ও ভাইয়ের প্রতিষ্ঠান বেঙ্গল কনসেপ্ট এণ্ড হোল্ডিংস লিমিটেডের পরিচয় গোপন করে উক্ত প্রতিষ্ঠান থেকে বাজারমূল্য থেকে অস্বাভাবিক দামে জমি ক্রয় করেন।
দুদকের অনুসন্ধানে উঠে আসে, ৩ কোটি ৭৮ লাখ টাকা জমির দাম হলেও ৬ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধের মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ করেন। এঘটনায় মোরশেদ আলমের পাশাপাশি বেঙ্গল কনসেপ্ট এণ্ড হোল্ডিংসের এর এমডি ও মোরশেদ আলমের ছেলে সাইফুল আলম এবং বেঙ্গল কনসেপ্টের চেয়ারম্যান ও মোরশেদের ভাই জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।