বিগত সময়ে ব্যয়ের মহোৎসবের বাজেট করা হতো: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, 'বিগত সময়ে ব্যয়ের মহোৎসবের বাজেট করা হতো। এবার লক্ষ্যভিত্তিক ও ন্যায়সংগত বাজেট করা হবে, যা বাস্তবায়ন করা যাবে।'
আজ বুধবার (৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) যৌথভাবে আয়োজিত এনবিআরের ৪৫তম পরামর্শক কমিটির সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, 'বিগত সময়ে বিভিন্ন প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় করা হতো, যেন ব্যয় করাটা ঈদ পালন করা। যেটার কোন প্রয়োজন নেই, প্রতিটি মন্ত্রণালয়ে তা করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'প্রতিবছর এনবিআরকে অতিরিক্ত রাজস্ব আদায়ের দায় দেওয়া হচ্ছে। তখন এনবিআরও গণহারে কর আরোপ করে। তাই আমরা দায়িত্বের সাথে প্রস্তাবনা করবো। যাতে তা বাস্তবায়ন করা যায়।'
বাণিজ্য উপদেষ্টা বলেন, 'ট্যাক্স জাস্টিস কায়েম করা না গেলে সমাজে একটা দুর্বৃত্তায়ন হয়। আর দুর্বৃত্তরাই বারবার ক্ষমতায় আসে, ক্ষমতায় এসে এমন একটা অরাজক পরিবেশ সৃষ্টি করে তা আমরা দেখেছি। ব্যবসায়ী পরিচয় দিতে অনেক সময় লজ্জাও তো লাগে৷ কারণ বিগত সংসদে ব্যবসায়ীরা প্রতিনিধিত্ব করে দুর্বৃত্তায়নকে অনেকিটা সাংবিধানিক রূপ দিয়ে ফেলেছিলো।'