পাট খাতের ভুলের পুনরাবৃত্তি বস্ত্র খাতে হবে না, সিদ্ধান্ত হবে বাস্তবতার নিরিখে: বাণিজ্য উপদেষ্টা
পাট শিল্পে অতীতে যে ভুল হয়েছে, বস্ত্র খাতে সেই ভুল পুনরায় না করার আশ্বাস দিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, "আবেগের বশবর্তী হয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। আমাদের সিদ্ধান্ত হবে বাস্তবতার নিরিখে।"
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় বস্ত্র দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে আয়োজিত 'রেজিলিয়েন্স অ্যান্ড রিইনভেনশন: ক্রিয়েটিং স্কিল্ড প্রফেশনালস ফর টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টর অব বাংলাদেশ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের বস্ত্র খাত অর্থনীতির প্রধান চালিকাশক্তি। "আমরা ১০০ বিলিয়ন ডলার রপ্তানি অর্জন করতে চাই। এই লক্ষ্য পূরণে শিল্প–একাডেমিয়া–নীতি সহায়তার সমন্বয় জরুরি। আমি বিশ্বাস করি, পাটের ক্ষেত্রে আমরা যে ভুল করেছি, বস্ত্র ক্ষেত্রে তা করব না।"
তিনি জানান, বস্ত্র শিল্প একটি কমোডিটি ইন্ডাস্ট্রি; কাঁচামালের দাম সবার জন্য সমান, যা উৎপাদন ব্যয়ের প্রায় ৮০ শতাংশ। "বাকি ২০ শতাংশ থেকেই মুনাফা তুলতে হয়। তাই দক্ষতার বিকল্প নেই," বলেন তিনি।
শেখ বশিরউদ্দীন বলেন, "খরচ কমানো ও টিকে থাকার ক্ষেত্রে গত দুই দশকে স্পিনিং–উইভিং মেশিনের সক্ষমতা ১৫০–২০০ স্পিন্ডেল থেকে বেড়ে ২ হাজারে উন্নীত হয়েছে। ম্যানচেস্টারের শিল্পবিপ্লবের সময় দক্ষতার অভাবে আমাদের তাঁত শিল্প টিকতে পারেনি। দক্ষতা উন্নয়নে ভুল হলে শিল্প পিছিয়ে পড়বে।"
টেক্সটাইল শিক্ষার মান ও শিল্পের চাহিদার ফারাক উল্লেখ করে তিনি বলেন, "শিক্ষা দুই ধরনের—একটি নিজেকে আলোকিত করার জন্য, আরেকটি কার্যভিত্তিক। টেক্সটাইল শিক্ষা পুরোপুরি ফাংশনাল। কিন্তু একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সংযোগ না থাকায় ৫২ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা শেষে পেশা পরিবর্তনের কথা ভাবছে।"
তিনি আরও বলেন, ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতি প্রায়শই শিল্পে ব্যবহৃত আধুনিক যন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, ফলে কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শনে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে।
জনশক্তিকে দেশের প্রধান সম্পদ উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, "মধ্যপ্রাচ্যের আছে ক্রুড অয়েল, আর আমাদের আছে ১৮ কোটি মানুষ—এদের রিফাইন করতে হবে। দক্ষতা তৈরি করতে পারলে আমরা সমৃদ্ধির শিখরে পৌঁছাতে পারব।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি।
