জুলাই আন্দোলনের চেতনাকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট হবে, প্রত্যাশা এফবিসিসিআইয়ের

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে, এলডিসি থেকে উত্তরণ এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বিনিয়োগ ও ব্যবসাবান্ধব হবে বলে প্রত্যাশা করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
আজ বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে যৌথভাবে আয়োজিত এনবিআরের পরামর্শক কমিটির ৪৫তম সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান।
সকাল ১১টার দিকে শুরু হওয়া এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আসন্ন ২০২৫–২৬ অর্থবছরের বাজেট নিয়ে সরকারের সঙ্গে ব্যবসায়ী সমাজের বিভিন্ন পক্ষের মতবিনিময় ও প্রস্তাব উপস্থাপন করতে আজকের পরামর্শক সভা অনুষ্ঠিত হয়।
সভায় এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, 'বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ আর দেশের বর্তমান বাস্তবতায় সবাই অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটের দিকে তাকিয়ে আছে।'
তিনি বলেন, এফবিসিসিআই মনে করে আগামী বাজেট বিনিয়োগ ও ব্যবসাবান্ধব হতে হবে। এর মধ্যে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-আন্দোলনের চেতনা, বৈশ্বিক আর্থিক অনিশ্চয়তা এবং বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের বিষয়টি থাকবে ।
হাফিজুর রহমান বলেন, 'এ বাজেটের মূল লক্ষ্য হবে ব্যবসা-বাণিজ্যে আস্থা ফিরিয়ে আনা, আর তার জন্য প্রয়োজন ধারাবাহিক নীতিগত সহায়তা।'