সায়মা ওয়াজেদ পুতুলের ফ্ল্যাট ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা গুলশানের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
এছাড়া, ওই ফ্ল্যাটের দেখাশোনার জন্য একজন রিসিভার নিয়োগের আদেশও দেওয়া হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা তার আবেদনে উল্লেখ করেছেন, ফ্ল্যাটটির মূল্য ৫৭ লাখ টাকা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
আবেদনে বলা হয়, সায়মা ওয়াজেদ তার স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
মামলা নিষ্পত্তির পূর্বে এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এ অবস্থায় অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের উল্লিখিত স্থাবর সম্পত্তির মালিকানা পরিবর্তন, স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর না করতে পারার নির্দেশনা চেয়ে ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ চাওয়া হয়।
আদালত আবেদনটি মঞ্জুর করে এ সংক্রান্ত আদেশ দেন।