কারাগার থেকে মুক্তি পেলেন মডেল মেঘনা আলম

প্রতারণা ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
জামিন পাওয়ার পরদিন আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কারাগার থেকে বের হন। এ সময় সেখানে তার স্বজনেরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।
কারাগার ও অন্যান্য সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসা থেকে মেঘনা আলমকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিলে তাকে গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এরপর থেকে মডেল মেঘনা সেখানেই বন্দী ছিলেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তার আটকাদেশ প্রত্যাহার করা হয় এবং ১৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানায় করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ মেঘনা আলমের জামিন মঞ্জুর করেন।
মামলায় অভিযোগ করা হয়, মেঘনা আলম তার সহযোগী দেওয়ান সমিরসহ দু-তিনজনের একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক/প্রতিনিধি ও দেশের ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে। এরপর অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে কৌশলে অবৈধ পন্থা অবলম্বন করে সম্মানহানির ভয় দেখিয়ে তাদের থেকে অর্থ আদায় করে আসছে।