বন্যা পরবর্তী বি-স্ট্রং প্রকল্প: এলজিইডির ১৯০৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেল দুদক

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাংলাদেশ সাসটেইনেবল রিকভরি ইমার্জেন্সি অ্যান্ড রেসপন্স বা বি-স্ট্রং প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডির প্রধান কার্যালয়ে অভিযান শেষে এ কথা জানিয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।
তারা জানান, ২০২৪ সালের বন্যা পরবর্তী চট্রগ্রাম বিভাগের ছয়– জেলা, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষীপুর, চট্রগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার জন্যে নেয়া বি-স্ট্রং প্রকল্পে বরাদ্দ করা হয় ১,৯০৯ কোটি টাকা। এই প্রকল্পের কার্যক্রম শুরুর আগেই— প্রকল্পের বিভিন্ন জিনিসপত্রের অস্বাভাবিক দাম নির্ধারণ করার প্রমাণ পায় দুদক, তার প্রেক্ষিতেই এই অভিযান চালানো হয়।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা বলেন, বি-স্ট্রং প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয় বেশি দেখানো হয়েছে। অভিযানে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি। প্রকল্পটি একনেকে অনুমোদন দেওয়া হয়েছে গত ২০ এপ্রিল।
তিনি জানান, প্রকল্পের এখনো আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি, তবে প্রকল্পের বিভিন্ন জিনিসপত্রের অতিরিক্ত দাম নির্ধারণের অভিযোগের ভিত্তিতে আমরাও অনুসন্ধানে আসি। এই প্রকল্পের ডিপিপি যিনি প্রস্তুত করেছেন তিনি আজ কার্যালয় উপস্থিত ছিলেন না।
পাপন কুমার সাহা বলেন, প্রকল্পের স্ট্রিট স্লোলার লাইট – একেকটার দাম ধরা হয়েছে ৭২ হাজার টাকা, অথচ পরিকল্পনা কমিশন জানায়, এই স্লোলার লাইটের প্রয়োজন নেই। ৬০টি মোটরসাইকেলের প্রস্তাব করা হলে পরিকল্পনা কমিশন থেকে ৩৬টি কেনার কথা বলা হয়। কম্পিউটার ল্যাপটপ বিভিন্ন শিক্ষা উপকরণসহ অন্যান্য ব্যয় দেখানো হয়েছে তা অস্বাভাবিক মনে হয়েছে। এছাড়া ৪টি ল্যাপটপের দাম নির্ধারণ করা হয়েছে ১১ লক্ষ টাকা।
১,৯০৯ কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করবে ১,৬৪৭ কোটি টাকা, বাকি টাকা বাংলাদেশ সরকার অর্থায়ন করবে।
এই বিষয়ে এলজিআইডি প্রধান কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট চিফ আব্দুল মান্নান বলেন, আমাদের প্রধান প্রকৌশলী ঢাকার বাহিরে অবস্থান করছেন। এ প্রকল্পের এখনো কাজ শুরু হয়নি, কেবল একনেকে উপস্থাপন করা হয়েছে।
প্রকল্পের দুর্নীতি নিয়ে তিনি বলেন, 'আমাদের প্রকল্পে কোনও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে–- সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করা হয়, এবং তাকে (অভিযুক্তকে) সাসপেন্ড করা হয়। যেখানে অনিয়ম হয়েছে, ওখানে সাসপেন্ড হচ্ছে।'