বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট

চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
গতকাল (২৮ এপ্রিল) বাংলাদেশ সরকার ও টেনসেন্ট প্রতিনিধিদের মধ্যে এক আনুষ্ঠানিক বৈঠকের পর এ তথ্য জানান তিনি।
একটি ফেসবুক পোস্টে ফয়েজ লিখেছেন, 'আজ (২৮ এপ্রিল) আমরা চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের সঙ্গে একটি অফিশিয়াল বৈঠক করেছি। তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। আমরা তাদের দ্রুত নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছি।'
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড একটি চীনা বহুজাতিক প্রযুক্তি সংস্থা, যারা বিশ্বব্যাপী ইন্টারনেট-ভিত্তিক পণ্য ও সেবা, বিনোদন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নানা প্রযুক্তি সেবা সরবরাহ করে।
এর সদর দপ্তর শেনজেনে এবং এটি বিশ্বের সর্বোচ্চ রাজস্ব আয়কারী মাল্টিমিডিয়া কোম্পানিগুলোর একটি। ভিডিও গেম খাতে ইকুইটি বিনিয়োগের ভিত্তিতে এটি বিশ্বের সর্ববৃহৎ কোম্পানি।
ফয়েজ আরও বলেন, 'যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট স্টারলিঙ্ক ইতোমধ্যেই বাংলাদেশে এসেছে এবং প্রধান উপদেষ্টা তাদের লাইসেন্স অনুমোদন করেছেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।'
এছাড়া ওসিরিস গ্রুপও বাংলাদেশের বাজারে প্রবেশ করছে বলে জানান তিনি।
ওসিরিস একটি প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান, যারা এশিয়াভিত্তিক লজিস্টিকস, তথ্যপ্রযুক্তি ও ই-কমার্স খাতের শুরুর পর্যায়ের কোম্পানিতে বিনিয়োগ করে।
এদিকে, বাংলাদেশি ডেটা ও ক্লাউড কোম্পানি 'যাত্রা' কালিয়াকৈর হাইটেক পার্কে হাইপারস্কেল ক্লাউড ও ডেটা সেন্টার নির্মাণ করছে বলে জানান ফয়েজ।
তিনি বলেন, এই বিশ্বমানের নিরাপদ ক্লাউড অবকাঠামো গ্লোবাল টেক জায়ান্টদের জন্য তৈরি করা হচ্ছে, যেখানে মেটা ও গুগলের মতো কোম্পানির ডেটাও সংরক্ষণ করা যেতে পারে।