ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন করা হবে: পরিবেশ উপদেষ্টা

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, হরি, ভদ্রা ও আপারভদ্রা এই তিন নদী খননের কাজ আমরা দ্রুতই শুরু করব। এটা বাংলাদেশ সেনাবাহিনী করবে। গত বর্ষার মতো পানি যেন আর না জমে সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী এ নদীগুলোর খননের কাজ শুরু করে দিবে। এ বছর আমরা আমডাঙ্গা খাল খননের কাজটা শুরু করে দেব।
জলাবদ্ধতা নিরসন যেসব সেচ পাম্প কাজ করছে, সেগুলোর বিদ্যুৎ বিল ইতোমধ্যে ৪৬ শতাংশ কমিয়েছে পল্লী বিদ্যুৎ। এ এলাকার জন্য কৃষি ব্যাংকের ঋণের সুদ মওকুফের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান যাতে হয়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় যশোরের অভয়নগর উপজেলার ভবদহ ২১ ভেন্ট স্লুইস গেট পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম উপস্থিত ছিলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখানকার জলাবদ্ধতার সমস্যাটা একটা জাতীয় দুর্যোগ। জাতীয় এ দুর্যোগ মোকাবেলায় সকলকে নিয়ে কাজ করতে হবে। যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলার প্রক্রিয়া এখনই শুরু করতে হবে। বৃহত্তর জনগোষ্ঠী যে সমাধান দেবে আমরা সে সমাধানের পথেই যাব।
তিনি বলেন, ২০০৫ সালে ভবদহ সমস্যার সমাধান করা সহজ ছিল। কিন্তু সে সময় সরকার সদিচ্ছা দেখায়নি। বর্তমান সরকার এ সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য ইতোমধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে। পক্ষ-বিপক্ষ সবার কাছ থেকে এ ব্যাপার মতামত নেওয়া হবে। এরপর বিশেষজ্ঞদের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা আরও বলেন, অনিয়ম, দুর্নীতির তদন্ত আমরা শুরু করে দিয়েছি। পানি উন্নয়ন বোর্ডকে একটা কমিটি করে দেয়া হয়েছে। এতে প্রকল্প এলাকার জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, স্থানীয় জনগণের পক্ষে একজন, একজন ছাত্র প্রতিনিধি এবং একজন বাইরের বিশেষজ্ঞ থাকবে। তারা আমাদের প্রতিবেদন দিচ্ছেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।