ছয় দফা দাবিতে আজ দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ, রাজধানীতে জমায়েত আগারগাঁওয়ে

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রোববার (২০ এপ্রিল) সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট 'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ'।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে 'রাইজ ইন রেড' কর্মসূচি শেষে আজকের এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।
কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, মহাসমাবেশ চলাকালে যাতে সাধারণ মানুষের কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ঢাকায় আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন নতুন সড়কে সকাল ১১টা থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা। এছাড়া, দেশের অন্যান্য জেলা শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনেও একই সময়ে সমাবেশের আয়োজন করা হবে।
উল্লেখ্য, গত শনিবার সারাদেশে 'রাইজ ইন রেড' কর্মসূচি পালন করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেখা যায় তাদের।

এর আগে শুক্রবার দুপুরে ঢাকায় কাফনের কাপড় পরে ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুমার নামাজের পর রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদ থেকে শুরু হয় তাদের মিছিল।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ২০২১ সালের 'বিতর্কিত' ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ বাতিল এবং ওই পদে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে ৩০ শতাংশ কোটা প্রথা বাতিল।
এছাড়া তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে খোলা বয়সে ভর্তি প্রক্রিয়া বন্ধ, দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য পদ সংরক্ষণ, কারিগরি ব্যাকগ্রাউন্ড না থাকা ব্যক্তিদের নিয়োগে নিষেধাজ্ঞা এবং একটি আলাদা 'কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়' গঠনসহ 'কারিগরি শিক্ষা সংস্কার কমিশন' এবং একটি উচ্চমানের কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন।
এর আগে সচিবালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা জানান, তাদের দাবি নিয়ে কোনো লিখিত আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি মেলেনি। আলোচনা ফলপ্রসূ হয়নি বলেও জানান তারা।
আগের দিনও বুধবার (১৬ এপ্রিল) শিক্ষার্থীরা সারাদেশে সড়ক ও রেলপথ অবরোধ করে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
ওইদিনই আন্দোলনের মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে পদ থেকে সরিয়ে তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।