বিমানবন্দর রেলস্টেশন, আগারগাঁও, পল্লবী, হাতিরঝিল ও মিরপুরে ককটেল বিস্ফোরণ
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন, আগারগাঁও, পল্লবী, হাতিরঝিল ও মিরপুর এলাকায় শুক্রবার (১৫ নভেম্বর) বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. মহিদুল ইসলাম বলেন, 'বিস্ফোরণের পর স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।'
এর আগে রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ভবনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক এডিবি অফিসের পাশের রাস্তায় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি।
তিনি আরও জানান, বিস্ফোরণের জন্য দায়ীদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা শুরু করেছে এবং আলামত সংগ্রহের জন্য আশপাশের এলাকা পর্যালোচনা করছে।
পল্লবীতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী মেট্রো স্টেশনের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানান পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান।
এর প্রায় এক ঘণ্টা আগে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে আরেকটি বিস্ফোরণ ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, এতে কেউ হতাহত হয়নি। তিনি আরও বলেন, ওই এলাকায় পুলিশ দল মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর বিআরটিএ এলাকায়। সেখানে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।
পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, 'কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা দায়ীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। কোনো হতাহতের ঘটনা রেকর্ড করা হয়নি।'
গণমাধ্যমের খবর অনুযায়ী, আওয়ামী লীগের ডাকা 'লকডাউন' কেন্দ্র করে গত পাঁচ দিনে সারাদেশে প্রায় ৩০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
