Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক: বিভাজক কেটে অবৈধ ক্রসিং, বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি

নন্দনপুর থেকে সুয়াগাজী পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় কমপক্ষে ১২টি অবৈধ ইউ-টার্ন আছে।
ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক: বিভাজক কেটে অবৈধ ক্রসিং, বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি

বাংলাদেশ

তৈয়বুর রহমান সোহেল
20 April, 2025, 08:15 am
Last modified: 20 April, 2025, 08:15 am

Related News

  • হোমনা-মেঘনা আসন বহালের দাবিতে ২য় দফায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 
  • বেহাল মহাসড়ক: বন্দর-বাণিজ্যে স্থবিরতা, পর্যটনে সীমাহীন দুর্ভোগ
  • বরিশালে স্বাস্থ্যখাত সংস্কারে পঞ্চম দিনের মতো চলছে ব্লকেড কর্মসূচি, জয় বাংলা স্লোগান দিয়ে যুবক আটক
  • মার্কিন শুল্ক শঙ্কায় জুলাইয়ে কার্গো পরিবহন বৃদ্ধি, যানজটে অচলাবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
  • সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক: বিভাজক কেটে অবৈধ ক্রসিং, বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি

নন্দনপুর থেকে সুয়াগাজী পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় কমপক্ষে ১২টি অবৈধ ইউ-টার্ন আছে।
তৈয়বুর রহমান সোহেল
20 April, 2025, 08:15 am
Last modified: 20 April, 2025, 08:15 am
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার সময় মাঝখানে বিভাজক রাখা হয়েছিল যেন মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি কমে। কিন্তু গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক এলাকায় স্থানীয় লোকজন ওই বিভাজক ভেঙে ইউ-টার্নের রাস্তা বানিয়ে ফেলেন। অনেক ঘুরে না গিয়ে সহজে রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে তারা এই অবৈধ কাজটি করেন।

তবে এই ধরনের বেআইনি কাজ একাধিক স্থানে হওয়ার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, তিনি এসব অবৈধ ইউ-টার্ন সম্পর্কে জানেন না। তিনি বলেন, 'বৈধ ইউ-টার্নের একটি নির্দিষ্ট প্যাটার্ন ও শৃঙ্খলা আছে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। অবৈধ ক্রসিংয়ের সন্ধান পেলে তা বন্ধ করে দেওয়া হবে।' তিনি এই এলাকায় কতগুলো বৈধ ইউ-টার্ন আছে তাও বলতে পারেননি।

এই বিষয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার খায়রুল আলমের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি ফোনে বলেন, তিনি প্রশ্নটি বোঝেননি। বারবার জিজ্ঞেস করলেও তিনি চুপ ছিলেন। পরে আবার ফোন করলেও তিনি ধরেননি।

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর অনুসন্ধানে দেখা গেছে, মহাসড়কের কুমিল্লা অংশে অনেক জায়গায় অবৈধ ইউ-টার্ন তৈরি হয়েছে। শুধু নন্দনপুর থেকে সুয়াগাজী পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় কমপক্ষে ১২টি অবৈধ ইউ-টার্ন আছে। দাউদকান্দি ও চৌদ্দগ্রাম এলাকায়ও অনেক ইউ-টার্ন দেখা গেছে।

এ নিয়ে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার শঙ্কা প্রকাশ করেছেন। সুয়াগাজীর বাসিন্দা আব্দুল জলিল বলেন, 'মানুষ নিজেরাই বিভাজক কেটে রাস্তা বানায়। আমাদের বাজারের পাশেই এমন দুইটা রাস্তা আছে। আমি নিজের চোখে অন্তত ৫০টা দুর্ঘটনা দেখেছি।' তিনি জানান, এক কিলোমিটার দূরে একটি বৈধ ইউ-টার্ন আছে। সবাই যদি সেটা ব্যবহার করত, দুর্ঘটনা কমে যেত।

আরেক বাসিন্দা আলম মিয়া বলেন, 'কয়েকবার অফিসাররা এসে সব দেখেছেন, কিন্তু কিছু করেননি।' দাউদকান্দির জিংলাতলীর বাসিন্দা এম এ হানিফ বলেন, 'একবার এক সিএনজি অবৈধ ইউ-টার্ন দিয়ে যাওয়ার সময় একটি বাস ধাক্কা মারে। তখন তিনজন মারা যান। এমন দুর্ঘটনা প্রায়ই হয়।'

কোথায় কোথায় এসব ইউ-টার্ন

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

এসব অবৈধ ইউ-টার্ন সাধারণত বাজার, পেট্রোল পাম্প ও হাইওয়ের পাশে সংযোগ রাস্তাগুলোর কাছে করা হয়েছে। এর মধ্যে কয়েকটি হলো:

  • দাউদকান্দি: শহীদনগর, আমিরাবাদ, গৌরীপুর, এলিয়টগঞ্জ
  • চান্দিনা: মাধাইয়া, চান্দিনা বাসস্ট্যান্ড
  • বুড়িচং: নিমসার, কলাকচুয়া, সৈয়দপুর
  • সদর দক্ষিণ: বেলতলী, নলচর, চুয়ারা রোড, চাষিপাড়া সিএনজি ফিলিং স্টেশন, লালবাগ, সুয়াগাজী
  • চৌদ্দগ্রাম: মিয়া বাজার

কিছু জায়গায় বিভাজক পুরোপুরি তুলে ফেলা হয়েছে। কোথাও আবার আধাপাকা রাস্তা তৈরি হয়েছে, যেখানে বড় গর্ত আছে—যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

বুড়িচংয়ের সৈয়দপুর এলাকার বাসিন্দা দুলাল উদ্দিন বলেন, এসব রাস্তা নতুন করে কাটা হয়েছে, কিছু আবার বহু আগের। তবে সড়ক সংস্কার হলেও এসব রাস্তা ঠিক করা হয় না।

কারা এসব ক্রসিং বানাচ্ছেন

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

স্থানীয়দের মতে, এসব অবৈধ রাস্তা বানাতে চালক, ব্যবসায়ী ও সাধারণ মানুষই এগিয়ে আসেন। পরিবেশবিদ মতিন সৈকত বলেন, 'ফুটওভার ব্রিজ সবার জন্য ব্যবহারযোগ্য নয়। বৃদ্ধ, নারী ও শিশুদের অনেক সময় সিএনজি নিয়ে রাস্তা পার হতে হয়। কেউ কেউ দূরের বৈধ ইউ-টার্ন ব্যবহার করতে চান না। আবার কেউ কেউ পুলিশ এড়াতে অবৈধ রাস্তা ব্যবহার করেন। কিন্তু এতে বড় দুর্ঘটনা হয়।'

তিনি আরও বলেন, অনেক সময় চালক ও ব্যবসায়ীরা বিভাজক কেটে ফেলেন, যাতে গাড়ি ঘোরাতে সুবিধা হয়। এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি দুই-ই বাড়ে।

বিশেষজ্ঞরা কী বলছেন

বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক মো. শামসুল হক বলেন, 'মহাসড়কে ধীরগতির যান না উঠলেই নিরাপদ থাকে। আর মহাসড়কে গাড়ির স্বাভাবিক গতি বজায় রাখতে হলে আইন মানা এবং কড়া নজরদারি দরকার।'

তিনি বলেন, 'সড়ক বিভাগ চাইলে এসব অবৈধ ইউ-টার্ন বন্ধ করতে মাঝখানে কংক্রিটের জার্সি ব্যারিকেড বসাতে পারে, যাতে কেউ সহজে উঠতে না পারে। আবার ধীরগতির যানবাহনের জন্য শাস্তির ব্যবস্থাও দরকার।'

সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, 'সরকার চাইলে এসব বন্ধ করা যায়। সড়ক বিভাগ বা হাইওয়ে পুলিশ—কেউই দায় এড়াতে পারে না। এখন ব্যবস্থা না নিলে দুর্ঘটনা আরও বাড়বে।'

 

Related Topics

টপ নিউজ

সড়ক বিভাজক / অবৈধ ক্রসিং / ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক / মহাসড়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প
  • রক্ষণাবেক্ষণ খরচ কম এবং স্টাইলিশ আবেদনের কারণে ই-বাইকের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন
    নীরব বিপ্লব: যে কারণে বাংলাদেশী যাত্রীদের কাছে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে ই-বাইক
  • ছবি: সংগৃহীত
    স্কুবা ডাইভিং দুর্ঘটনায় ‘ইয়া আলী’ গানের গায়ক জুবিন মারা গেছেন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝ আকাশে টার্বুলেন্সের কবলে বিমান, হাত ভাঙল কেবিন ক্রুর
  • মানিকচানের পোলাও—৭৮ বছর ধরে চলছে যে ঐতিহ্যবাহী খাবার
    মানিকচানের পোলাও—৭৮ বছর ধরে চলছে যে ঐতিহ্যবাহী খাবার
  • হতাশার ডিগ্রি: বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা কেন চাকরি পাচ্ছেন না?
    হতাশার ডিগ্রি: বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা কেন চাকরি পাচ্ছেন না?

Related News

  • হোমনা-মেঘনা আসন বহালের দাবিতে ২য় দফায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 
  • বেহাল মহাসড়ক: বন্দর-বাণিজ্যে স্থবিরতা, পর্যটনে সীমাহীন দুর্ভোগ
  • বরিশালে স্বাস্থ্যখাত সংস্কারে পঞ্চম দিনের মতো চলছে ব্লকেড কর্মসূচি, জয় বাংলা স্লোগান দিয়ে যুবক আটক
  • মার্কিন শুল্ক শঙ্কায় জুলাইয়ে কার্গো পরিবহন বৃদ্ধি, যানজটে অচলাবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
  • সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প

2
রক্ষণাবেক্ষণ খরচ কম এবং স্টাইলিশ আবেদনের কারণে ই-বাইকের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

নীরব বিপ্লব: যে কারণে বাংলাদেশী যাত্রীদের কাছে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে ই-বাইক

3
ছবি: সংগৃহীত
বিনোদন

স্কুবা ডাইভিং দুর্ঘটনায় ‘ইয়া আলী’ গানের গায়ক জুবিন মারা গেছেন

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝ আকাশে টার্বুলেন্সের কবলে বিমান, হাত ভাঙল কেবিন ক্রুর

5
মানিকচানের পোলাও—৭৮ বছর ধরে চলছে যে ঐতিহ্যবাহী খাবার
ফিচার

মানিকচানের পোলাও—৭৮ বছর ধরে চলছে যে ঐতিহ্যবাহী খাবার

6
হতাশার ডিগ্রি: বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা কেন চাকরি পাচ্ছেন না?
বাংলাদেশ

হতাশার ডিগ্রি: বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা কেন চাকরি পাচ্ছেন না?

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab