ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: ছবিতে দুর্ঘটনার নেপথ্যের অবৈধ ক্রসিং
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার সময় মাঝখানে বিভাজক রাখা হয়েছিল যেন মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি কমে। কিন্তু গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক এলাকায় স্থানীয় লোকজন ওই বিভাজক ভেঙে ইউ-টার্নের রাস্তা বানিয়ে ফেলেন।
এসব অবৈধ ইউ-টার্ন সাধারণত বাজার, পেট্রোল পাম্প ও হাইওয়ের পাশে সংযোগ রাস্তাগুলোর কাছে করা হয়েছে। কিছু জায়গায় বিভাজক পুরোপুরি তুলে ফেলা হয়েছে। কোথাও আবার আধাপাকা রাস্তা তৈরি হয়েছে, যেখানে বড় গর্ত আছে—যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
ছবিতে সেসব অবৈধ ইউ-টার্ন ও ঝুঁকি নিয়ে মহাসড়কে সিএনজি-অটোরিকশা পার হওয়ার চিত্র দেখা যাক:








