স্বস্তির ঈদযাত্রা: মহাসড়কে নেই যানজট, বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রা স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে দুটি মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও যানজট দেখা যায়নি।
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে পুলিশ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা কাজ করছে।
গাজীপুরের বিভিন্ন শিল্প-কারখানায় ছুটি ও বেতন-বোনাস প্রদান শুরু হওয়ায় কর্মজীবী মানুষের গ্রামে ফেরার চাপ বেড়েছে। এদিকে আজ বৃহস্পতিবার সরকারি অফিসগুলোর শেষ কার্যদিবস হওয়ায় ছুটির শুরুতে মহাসড়কে বেড়েছে গাড়ির সংখ্যা।
মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, বোর্ডবাজার, টঙ্গী, কালিয়াকৈরের চন্দ্রা ও শ্রীপুরের মাওনা এলাকায় যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে, যানজট না থাকলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেকে।
গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক জানান, 'ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশের ৮২০ জন সদস্য কাজ করছে। কালিয়াকৈরের চন্দ্রায় ৬০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।'
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, মহানগরীর যানজট নিয়ন্ত্রণে ৩৭১ জন পুলিশ সদস্য ও ১০০ স্বেচ্ছাসেবক কাজ করছে। অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া জানান, যানজট নিয়ন্ত্রণে টহল দল, চেকপোস্ট, মোটরসাইকেল পেট্রোলিং, ড্রোন মনিটরিং ও ওয়াচ টাওয়ার ব্যবহার করা হচ্ছে। এবারের ঈদ যাত্রায় সকল উপায়ে মহাসড়কে শৃঙ্খলা বিধান করা হবে।
যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের ভোগান্তি কমাতে মহাসড়কের ফুটপাথ থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।