চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় বৃহস্পতিবার ভোরে চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনার কারণে রাস্তায় প্রায় ২ ঘণ্টার দীর্ঘ যানজট তৈরি হয়।
ঘটনায় নিহতরা হলেন- ঝালকাঠির কাঠালিয়ার মুশিরাবাদ গ্রামের লতিফ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩৫) ও চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ির পুরা মসজিদ এলাকার শাহ আলমের ছেলে সোহাগ (৩৫)।
আহতদের মধ্যে দশজনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন শাহারিয়া (১৮), শারমিনা (১৬), রোমেলা (১২), উম্মে সালমা (১৬), আলমিয়া (১৪), মারিয়া (১৫), কামরুজ্জামান (৪২), আবদুর রশিদ (৫০), আয়েশা আক্তার (৪২) এবং মিজান উদ্দিন (৬৩)। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম থেকে আসা নীরব পরিবহনের একটি বাসের সঙ্গে শ্যামলী পরিবহনের একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে নীরব পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝে গিয়ে পড়ে এবং দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। একই সময়ে ঢাকাগামী আরেকটি কাভার্ড ভ্যানের সঙ্গে শ্যামলী পরিবহনের বাসটির ধাক্কা লাগে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বোরহান জানিয়েছেন যে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।