চট্টগ্রামে খালে পড়ার প্রায় ১৫ ঘণ্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর চকবাজারের হিজলা খালে পড়ে নিখোঁজ হওয়া ছয় মাসের শিশুটির লাশ প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আসাদগঞ্জের চাক্তাই খাল থেকে তার নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিখোঁজের স্থান থেকে মরদেহটি প্রায় ৮ কিলোমিটার দূরে পাওয়া যায়।
নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট বেলাল হোসেন বলেন, "গতকাল হিজলা খালে পড়ে নিখোঁজ হওয়া শিশুটিকে চাক্তাই খালে ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। মরদেহটি এখন পরিবারের হেফাজতে রয়েছে। পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।"
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শিশুটির নিথর দেহ খালে ভেসে উঠলে আশপাশের কয়েকজন যুবক তা উদ্ধার করেন। কিছুক্ষণ পর কোতোয়ালি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও শিশুটির বাবা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ বুঝে নেন।
এর আগে, শুক্রবার রাতে নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চলন্ত অবস্থায় পাশের নালায় পড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, শিশুটির মা ও দাদি তাকে নিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন। দুর্ঘটনার সময় মায়ের কোলে থাকলেও স্রোতের তোড়ে শিশুটি হাতছাড়া হয়ে যায়। মা ও দাদিকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করলেও শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এই শিশুর মৃত্যুসহ গত পাঁচ বছরে চট্টগ্রাম নগরীর উন্মুক্ত নালা ও খালে পড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন।