চট্টগ্রামে অটোরিকশা উল্টে নালায়, স্রোতে তলিয়ে নিখোঁজ ছয় মাসের শিশু

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে যায়। এ ঘটনায় মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে গেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অভিযান চালাচ্ছেন।
গতকাল রাত সাড়ে ৯টায় চন্দনপুরা ফায়ার স্টেশনের লিডার অলোক চাকমা বলেন, "আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছি। এখনো উদ্ধার সম্ভব হয়নি।"
উল্লেখ্য, গত চার বছরে চট্টগ্রামের খাল ও নালায় পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে।