সাভারে বাসে তল্লাশি, বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ৩ তরুণ

ঢাকার সাভারে চলন্ত বাসে তল্লাশির সময় বার্মিজ চাকুসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন তানভীর হোসেন তানিম (১৮), মামুন হাসান মুন্না (১৯) ও সোহানুর রহমান (১৮)। পুলিশ হেফাজতে তারা সাংবাদিকদের কাছে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেছেন।
পুলিশ জানায়, চলন্ত বাসে ছিনতাই প্রতিরোধে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসগুলোতে তল্লাশি চালানো হচ্ছিল। তল্লাশির সময় ওই তিন তরুণকে একটি বার্মিজ চাকুসহ আটক করা হয়।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, 'বেশ কয়েকদিন আগে সাভারে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত তিন মাসে এমন তিনটি ঘটনা ঘটেছে।'
এসব ঘটনার প্রেক্ষিতে পুলিশ চেকপোস্ট বসিয়ে বিশেষ করে লোকাল বাসগুলোতে তল্লাশি চালায়। 'আজ সন্ধ্যায় মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশির সময় তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।'
সাভারে সম্প্রতি একাধিক বাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।