ইইউ’র খসড়া তালিকায় অভিবাসী প্রত্যাবাসনে ‘নিরাপদ দেশ’ হিসেবে চিহ্নিত বাংলাদেশ

ইউরোপীয় কমিশনের একটি প্রাথমিক খসড়া তালিকায় অভিবাসী প্রত্যাবাসনের জন্য বাংলাদেশকে 'নিরাপদ দেশ' হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকাটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোকে পাঠানো হবে।
গণমাধ্যম এএনএসএ ইংলিশ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি মিশরের নামও রয়েছে।
তবে ইতালির আদালত ইউরোপীয় বিচার আদালতের একটি রায়ের ভিত্তিতে গত বছরের শেষ ও চলতি বছরের শুরুতে মিশর এবং বাংলাদেশ থেকে আসা প্রথম তিন ধাপের অভিবাসী দলকে আলবেনিয়ায় ইতালির পরিচালনায় স্থাপিত দুই কেন্দ্রে পাঠানোকে স্থগিত করে।
আদালতের বক্তব্য ছিল, এসব দেশের পুরো ভূখণ্ডকে নিরাপদ ঘোষণা করা হয়নি।
ইতালির সরকার ইউরোপমুখী অভিবাসীদের নিরুৎসাহিত করতে অভিবাসন প্রক্রিয়া ইইউ-এর বাইরের দেশে সরিয়ে নেওয়ার একটি নতুন ও বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিল।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন ইতালি-আলবেনিয়া প্রটোকলের প্রশংসা করেছেন। যুক্তরাজ্যসহ ইইউ-এর আরও কয়েকটি দেশ এই পরিকল্পনায় আগ্রহ দেখিয়েছে।
সমুদ্র থেকে উদ্ধার করা অভিবাসীদের জন্য নির্মিত আলবেনিয়ার প্রথম প্রক্রিয়াকরণ কেন্দ্রটি প্রথম তিনটি অভিবাসী দল প্রত্যাখ্যাত হওয়ার পর পুনরায় ব্যবহার উপযোগী করা হয়েছে। এখন এটি ইতালির বিদ্যমান প্রত্যাবাসন কেন্দ্রে থাকা অভিবাসীদের আটক ও প্রত্যাবাসনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
শুক্রবার সেখানে প্রথম দফায় ৪০ জন অভিবাসীকে স্থানান্তর করা হয়।