বাণিজ্য আলোচনার জন্য জেট্রো, ইউএসটিআর-এর মতো ট্রেড বডি গঠন করবে সরকার

বাংলাদেশ সরকার এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ প্রক্রিয়া তদারকির জন্য জেট্রো (জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন) বা ইউএসটিআর (ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টিটিভ)-এর মতো একটি স্থায়ী ট্রেড বডি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এতে অভিজ্ঞ পেশাজীবীদের একটি দল অন্তর্ভুক্ত থাকবে, যারা দেশের বাণিজ্যচুক্তি বিষয়ক আলোচনা পরিচালনা করবে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, 'বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের যে পথে এগোচ্ছে, তাতে পেছনে ফেরার সুযোগ নেই।'
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এলডিসি উত্তরণ বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আনিসুজ্জামান জানান, 'এই বডিতে শুধু সরকারি কর্মকর্তারা থাকবেন না, বিদেশে অবস্থিত অভিজ্ঞ বাংলাদেশি কিংবা বেসরকারিখাতে যারা অভিজ্ঞ আছেন, তাদের এখানে নিয়োগ দেওয়া হবে। যেসব খাতের ব্যবসায়ীরা এলডিসি গ্রাজুয়েশনের কারণে ক্ষতির আশঙ্কা করছেন, তাদের মধ্য থেকে অভিজ্ঞদের এই বডিতে রাখা হবে।'
তিনি বলেন, বর্তমানে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাণিজ্য আলোচনার দায়িত্ব পালন করছেন, কিন্তু দুই-তিন বছর পরপর তাদের বদলি করা হয়। নতুন সংস্থার সদস্যরা বদলির আওতায় থাকবেন না।
তিনি আরও জানান, ইতোমধ্যেই এই সংস্থার জন্য উপযুক্ত ব্যক্তি বাছাইয়ের কাজ শুরু হয়েছে।