রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এই সংঘর্ষ শুরু হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলমকে শিক্ষার্থীদের নিবৃত করতে তৎপরতা চালাতে দেখা গেছে।
তিনি টিবিএসকে বলেন, 'তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় মিরপুর সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছেন। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারছে।
ঢাকা সিটি কলেজের একজন ছাত্র সংবাদমাধ্যমকে বলেন, তারা ঢাকা কলেজের সঙ্গে আর কোনো সংঘর্ষ চান না; শান্তিপূর্ণ সমাধান চান।
তিনি বলেন, 'গতকাল ঢাকা কলেজের কয়েকজন ছাত্র আমাদের দুই ছাত্রকে বাস থেকে টেনে নামিয়ে মারধর করেছে। পরে আমরাও প্রতিবাদে তাদের দুই ছাত্রকে মারধর করেছি, তবে খুব বেশি নয়। আজ কয়েকশো ছাত্র সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমরা আর কোনো সংঘর্ষ চাই না।'
সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা বেশ কয়েকবার সহিংস সংঘর্ষে জড়িয়েছেন। বেশিরভাগ সময়ই ছোটখাটো বিরোধের জেরে এসব সংঘর্ষের সূত্রপাত হয়।