পয়লা বৈশাখের সন্ধ্যায় ঢাকার আকাশে ‘ড্রোন শো’

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বাংলা নববর্ষের কনসার্ট শুরু হয়েছে। আজ সোমবার বিকেলে এ কনসার্ট শুরু হয়। এছাড়াও সন্ধ্যা ৭টায় 'ড্রোন শো' অনুষ্ঠিত হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনা ও ঢাকাস্থ চীনা দূতাবাসের সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন বিকাল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠান উপভোগ করতে আসা হাজারো মানুষের ভিড় দেখা যায়।

মগবাজার থেকে সপরিবারে এসেছেন মোহম্মদ ইমন। তিনি বলেন, রাতে ড্রোন শো হবে, সেটা দেখতে আসলাম। আসলে রাজধানীতে আমাদের ঘোরার জায়গা কম। আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে সন্তানকে সঙ্গে এনেছি।
এদিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সানের সড়কে বিভিন্ন ধরনের গ্রামীণ-বৈশাখী পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তাদের পুতুল, বেলুন, একতারা, বাঁশি, কাঠের ঘোড়া, পাটের তৈরি ব্যাগ, লোকচিত্র আঁকা ফ্রেম বিক্রি করতে দেখা গেছে।

মোহম্মদ ওলিউল্লাহ বাবুইপাখির বাসা বিক্রি করছেন। তিনি বলেন, ৩০টি নিয়ে এসেছিলাম। এক ঘণ্টায় বিক্রি শেষ।
কেউ আবার শিল্পীর কাছ থেকে নিজের ছবি আঁকিয়ে নিচ্ছেন।

সড়কে দেখা গেছে ঘোড়ার গাড়ি আছে। অনেককেই পরিবার নিয়ে সেই গাড়িতে ঘুরতে দেখা যায়। পাশে ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি মাঠে বসেছে বৈশাখী মেলা।

বিকাল ৬টার দিকে দর্শকদের ভিড়ের ফলে মানিক মিয়া এভিনিউ থেকে খামারবাড়ি পর্যন্ত সড়কের দুই পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

কনসার্টে ইসলাম উদ্দিন পালাকার, মিঠুন চক্র, রাকিব, সাগর দেওয়ান এবং সম্প্রতি ভাইরাল হওয়া আরজ আলী ওস্তাদের গান গাওয়ার কথা রয়েছে।

এছাড়াও গাইবেন আহমেদ হাসান সানি ও আতিয়া আনিশা। জুলাই আন্দোলনের গান গাইবেন পারশা। 'ব্যান্ডসংগীত' পরিবেশন করবে অ্যাশেজ।
কনসার্ট ও 'ড্রোন শো' সবার জন্য উন্মুক্ত।

শিল্পকলা একাডেমি জানিয়েছে, 'ড্রোন শো' পরিচালনা করবেন ১৩ জন চীনা পাইলট বা ড্রোন পরিচালনাকারী বিশেষজ্ঞ। জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে নানা দৃশ্যে।
