যান্ত্রিক ত্রুটি: ১৭ ঘণ্টা বন্ধের পর আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু

যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের আদানি পাওয়ারের মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ১৭ ঘণ্টা পর আজ শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টায় একটি ইউনিট থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা একটি জাতীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা বলেছেন, বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। ৮ এপ্রিল প্রথম ইউনিট বন্ধের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে। শনিবার সারাদিন কোনো বিদ্যুৎ আসেনি। এতে দিনের বেলায় বিভিন্ন এলাকায় লোডশেডিং করতে হয়েছে।
এর আগে পিডিবির সদস্য (জেনারেশন) মো. জহুরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, 'এয়ার প্রিহিটারে কারিগরি সমস্যা দেখা দিয়েছে, যার ফলে আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।'
পিডিবি জানিয়েছিল আজকের মধ্যেই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটি পুনরায় চালু হতে পারে।
মো. জহুরুল ইসলাম বলেন, 'প্রথম ইউনিট বন্ধ হওয়ার পর আদানি আমাদের ৪-৫ দিনের মধ্যে ইউনিটটি চালু করার আশ্বাস দিয়েছিল, কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি। এখন আবার শুক্রবার মধ্যরাত থেকে দ্বিতীয় ইউনিটটিও বন্ধ হয়ে গেছে।'
'আমরা আশা করছি ৪-৫ দিনের মধ্যে সম্পূর্ণ উৎপাদন পুনরায় শুরু হবে,' বলেন তিনি।
৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট মিলে এই বিদ্যুৎকেন্দ্রের সম্মিলিত উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ইউনিটটি গত ৮ এপ্রিল এয়ার প্রিহিটারে লিকেজ শনাক্ত হওয়ায় বন্ধ হয়ে যায়।
এয়ার প্রিহিটার বিদ্যুৎকেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, যা বাতাস বয়লারে প্রবেশের পূর্বে বাতাসকে গরম করে। এই গরম বাতাসের মাধ্যমে কয়লা পোড়ানো হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য।
এরপর থেকে বিপিডিবি দ্বিতীয় ইউনিট থেকে প্রায় ৬৫০ থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাচ্ছিল। কিন্তু শুক্রবার (১১ এপ্রিল) রাত ১টার দিকে সেই ইউনিটটিও এয়ার প্রিহিটারের ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।
বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, 'যেহেতু ৮ এপ্রিল প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়, তাই আমরা আশা করছি আজই এটি পুনরায় চালু হবে। সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে আরও ৩-৪ দিন সময় লাগতে পারে।'
বিপিডিবি সূত্র জানায়, এয়ার প্রিহিটার যদি সমস্যাগ্রস্ত হয়, তাহলে বয়লারও অকেজো হয়ে যেতে পারে। কারণ, এয়ার প্রিহিটারের সরবরাহকৃত তাপের মাধ্যমেই বয়লারটি কার্যকরভাবে চালু থাকে।
এ ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথমে বয়লারকে ঠান্ডা করতে হয়। আর এটি করতে আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে ৩–৫ দিন সময় লাগতে পারে।
বিপিডিবির একটি সূত্র জানায়, আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ হওয়ায় সৃষ্ট ঘাটতি পূরণে পেট্রোবাংলাকে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য গ্যাস সরবরাহ বৃদ্ধি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিপিডিবি ২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষর করে।