ভিডিও: চারুকলায় নববর্ষের মোটিফে আগুন দিয়ে যেভাবে দেওয়াল টপকে পালালো যুবক

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে নির্মিত দুটি মোটিফ বা প্রতিকৃতিতে আগুন লাগার ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।
পুলিশের কাছ থেকে সংগ্রহ করা ২ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে ফুটেজে দেখা গেছে, গতকাল (১২ এপ্রিল) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এক যুবক মুখে সার্জিক্যাল মাস্ক পরে চারুকলা অনুষদের তিন নম্বর গেটের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। তার পরনে ছিল কালো টি-শার্ট ও খাকি রঙের প্যান্ট। ভেতরে প্রবেশের কিছু সময়ের মধ্যেই তিনি প্রতিকৃতিতে আগুন লাগান এবং সঙ্গে সঙ্গেই দেওয়াল টপকে বেরিয়ে যান।
এদিকে, প্রতিকৃতিতে আগুন লাগানোর ঘটনায় জড়িত ব্যক্তিকে পুলিশ ইতোমধ্যেই শনাক্ত করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার এস এম সাজ্জাদ আলী।
আজ (১৩ এপ্রিল) রাজধানীর রমনা পার্কে হেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংকালে তিনি বলেন, "স্বৈরতন্ত্রের মুখাকৃতি ও শান্তির প্রতীক পায়রা—এই দুটি প্রতিকৃতিতে অগ্নিসংযোগকারীকে শনাক্ত করা হয়েছে। আমরা আশা করছি, আগামীকাল (১৪ এপ্রিল) সকালে শোভাযাত্রা শুরুর আগেই তাকে গ্রেপ্তার করা হবে।"
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফে আগুন দেওয়া হয়। এর মধ্যে, ফ্যাসিবাদের প্রতীক হিসেবে তৈরি করা 'ফ্যাসিবাদের মুখাকৃতি' সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। পাশাপাশি, শান্তির প্রতীক হিসেবে তৈরি করা 'শান্তির পায়রা' মোটিফটি আগুনে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কীভাবে আগুন লাগল জানতে চাইলে প্রাথমিকভাবে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন সংবাদমাধ্যমকে বলেন, "চারুকলা অনুষদ চত্বরে পহেলা বৈশাখ উপলক্ষ্যে অনেক মোটিফ তৈরি করা হয়েছে। এর মধ্যে কেবল দুটি মোটিফে আগুন লাগাটা সন্দেহজনক।"
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর দেওয়া হয়। এরপর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।