১০ অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন বাতিল: বেজা চেয়ারম্যান

১০০ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে গভর্নিং বডির সিদ্ধান্তে ১০টি অঞ্চলের লাইসেন্স চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
আজ রোবববার (১৩ এপ্রিল) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫'- সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গভর্নিং বডির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্ব করেন।

চৌধুরী আশিক বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক হয়েছে। সেখানে এসব অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, 'আমি আগেই আপনাদের জানিয়েছি ১০০টি অর্থনৈতিক অঞ্চলের দরকার নেই। আজ ১০টি অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স বাতিল করা হয়েছে। আমরা মনে করি এগুলোর প্রয়োজন নেই।
আরও পড়ুন: বিনিয়োগ সম্মেলনে ৫০ দেশের ৪১৫ বিদেশি এসেছিলেন, ৩১০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা: বিডা
বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিতে হলে আন্তমন্ত্রণালয় বৈঠক হতে হবে। তাদের প্রতিশ্রুতি দিতে হবে যে অর্থনৈতিক অঞ্চল হলে তারা সেখানে তাদের সেবা সঠিক সময়ে দিতে পারবে। এখন যেটা হয় অর্থনৈতিক অঞ্চল অনুমোদন হয়ে যায়, কিন্তু এরপরও বছরের পর বছর বিনিয়োগকারীরা সেখানে সঠিকভাবে সেবা পাচ্ছেন না।
অনুমোদন বাতিল করা অর্থনৈতিক অঞ্চলগুলো হলো- সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সীগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর), ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল, গার্মেন্টস শিল্প পার্ক, বিজিএমইএ (মুন্সীগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা) ও সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)।
এগুলোর মধ্যে প্রথম পাঁচটি সরকারি এবং বাকি পাঁচটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল।