কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুই ‘চাঁদাবাজ’ নিহত, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঢাকার কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা সংঘবদ্ধ ছিনতাই ও চাঁদাবাজ চক্রের সদস্য ছিলেন।
নিহতদের নাম নাদিম (৩৫) ও মাসুদ (৩০)। এ ঘটনায় আরও তিনজন—সোহাগ (২৮), নূর মোহাম্মদ (৩০) ও মনির হোসেন (৩৫)—আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, মাসুদ ও তার সহযোগীরা নূর মোহাম্মদের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরিকাঘাত করা হয়। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন নূর মোহাম্মদের স্ত্রীও। পরে নূর মোহাম্মদ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করলে প্রতিশোধ নিতে গতকাল (৯ এপ্রিল) রাতে ফের তার ওপর হামলা চালানো হয়।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের ঘিরে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ। পরে হাসপাতালে মারা যান নাদিম। গণপিটুনিতে আহত সোহাগকে পুলিশ আটক করেছে।
চা বিক্রেতা নূর মোহাম্মদ আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি আমিরুল ইসলাম।
তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।