চট্টগ্রামের অভয়ারণ্যে হাতির মৃতদেহ উদ্ধার, দাঁত-নখ পাচারের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীর জলদি বন্যপ্রাণী অভয়ারণ্যের গভীর বনে একটি হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
স্থানীয়দের অভিযোগ, মৃত হাতিটির দাঁত ও নখ পাচার হয়েছে। এছাড়া হাতিটির মৃত্যু স্বাভাবিক নয় বলেও ধারণা করছেন তারা।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ছেচুড়িয়া বিটের আওতাধীন মনুমার ঝিরি এলাকা থেকে বুধবার (৯ এপ্রিল) সকালে হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়।
ছেচুড়িয়া বিট কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম টিবিএসকে বলেন, 'মনুমার ঝিরি এলাকায় মৃত হাতি পড়ে থাকার খবর পাই আমরা মঙ্গলবার সন্ধ্যায়। আজ সকালে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেওয়া হয়েছে।'
তিনি বলেন, 'মৃতদেহে হাতিটির দাঁত ও পায়ের নখ ছিল না। কে বা কারা সেগুলো নিয়ে গেছে, তা আমরা জানি না।'
তিনি জানান, আনুমানিক সাত থেকে আট বছর বয়সি পুরুষ হাতিটি কয়েক দিন আগে স্ট্রোক করে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
'মৃতদেহে ইতোমধ্যে পচন ধরেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না,' বলেন তিনি।
এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে এবং দাঁত ও নখ পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে বন বিভাগ।
উল্লেখ্য, জলদি বন্যপ্রাণী অভয়ারণ্যের গভীর জঙ্গলে গত ৫ মার্চ কাদায় আটকে পড়া অসুস্থ একটি হাতিকে উদ্ধার করা হয়। ২৩ দিন পর, গত ২৮ মার্চ হাতিটি মারা যায়।