আ. লীগের বিচার ও রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে একমত হেফাজত-এনসিপি

আওয়ামী লীগের বিচার এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে একমত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।
আজ বুধবার (৯ এপ্রিল) এনসিপির কার্যালয়ে এক বৈঠকে তারা নির্বাচনের আগেই বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রস্তাব দেন।
বৈঠকটি পরিচালনা করেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক সংস্কার এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে বৈঠকের মূল আলোচনা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে সমকালীন রাজনৈতিক ইস্যু এবং চলমান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।
হেফাজতে ইসলামসহ বিরোধী দলগুলোর বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়নের সময় দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো অবিলম্বে প্রত্যাহারের বিষয়ে হেফাজত ও এনসিপি উভয়েই একমত হয়েছে।
বৃহত্তর সংস্কারের জন্য পারস্পরিক প্রস্তাবগুলোও বৈঠকে উত্থাপন ও আলোচনা করা হয়েছিল।
বৈঠকে হেফাজত ও এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।