সৌরবিদ্যুতের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করবে প্রাণ-আরএফএল গ্রুপ

প্রাণ-আরএফএল গ্রুপ সৌরবিদ্যুতের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করেছে। বিশ্ববিখ্যাত সুইডিশ পোশাক ব্র্যান্ড হেনেস অ্যান্ড মরিৎজ এবি (এইচঅ্যান্ডএম)-এর সঙ্গে যুক্ত বাংলাদেশের পোশাক সরবরাহকারীরা এই পরিচ্ছন্ন বিদ্যুৎ কিনবে।
বুধবার (৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রাণ গ্রুপ এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-এর সঙ্গে অংশীদারত্বে এইচঅ্যান্ডএম গ্রুপ এ বিষয়ে ঢাকায় অনুষ্ঠিত 'বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫'-এর তৃতীয় দিনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
'এই উদ্যোগটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পোশাক শিল্পে টেকসই অনুশীলন প্রসারে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে,' বলা হয় বিবৃতিতে।
চুক্তিতে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা—প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, এইচঅ্যান্ডএম-এর 'সাসটেইনেবিলিটি ফর প্রোডাকশন'-এর প্রধান ইউসুফ এল নাটুর এবং বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংগঠন আইএফসি-র এশিয়া প্যাসিফিক অঞ্চলের অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদ বিভাগের পরিচালক এবং আঞ্চলিক শিল্প প্রধান বিক্রম কুমার।
এই সমঝোতা স্মারক বাংলাদেশের প্রথম কর্পোরেট পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (সিপিপিএ) বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করার পথ উন্মুক্ত করেছে বলে জানানো হয় বিবৃতিতে।
প্রকল্পটিতে অর্থায়ন করবে আইএফসি আর এটি পরিচালিত হবে প্রাণ-আরএফএল গ্রুপের নেতৃত্বে। এর মাধ্যমে এইচঅ্যান্ডএম গ্রুপ একটি নতুন, উন্নত সৌর পার্কের মাধ্যমে নির্বাচিত কয়েকটি সরবরাহকারীকে সংযুক্ত করতে পারবে।