দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ সারজিস-হাসনাতের, ‘অতি গোপনীয়’ অভিযোগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তবে কী নিয়ে বা কাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তা প্রকাশ করেননি তারা। বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় তাদের এই বৈঠক হয়েছে।
পরে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, 'আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো লিখিতভাবে জানিয়েছি।'
কী ধরনের অভিযোগ জানতে চাইলে তিনি বলেন, 'ভেরি কনফিডেনসিয়াল [অতি গোপনীয়]।'
কাদের বিরুদ্ধে অভিযোগ—এ প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে হাসনাত বলেন, 'এটিও ভেরি কনফিডেনসিয়াল। এখন কনফিডেনসিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনসিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।'
এসময় সারজিস সারজিস আলম সাংবাদিকদের বলেন, 'অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে।'
তিনি বলেন, 'এই সময়ে এসেও এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল। আমরা সেগুলো লিখিতভাবে জানিয়েছি। সেজন্যই আমরা এখানে এসেছি। এর বেশি কিছু বলছি না এখন।'