নগদে নিয়োগে অনিয়মের প্রাথমিক প্রমাণ পেল দুদক, ডাকা হতে পারে আতিক ও তার স্ত্রীকে

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস 'নগদ'-এর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয় থেকে পরিচালিত এই এনফোর্সমেন্ট অভিযানে নিয়োগে অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিকেলে সাংবাদিকদের বলেন, 'নিয়োগে অনিয়মের অভিযোগে নগদে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।'
অভিযান শেষে দুদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগে অনিয়মের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়টি অধিকতর তদন্তে নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তাঁর স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
অন্যদিকে, ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করতে নগদের সংশ্লিষ্ট রেকর্ডপত্র চাওয়া হয়েছে। এসব রেকর্ড পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগে প্রাপ্ত সব তথ্য-উপাত্ত যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।