চট্টগ্রাম ইপিজেডে ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানার প্রায় ১৮০০ শ্রমিক ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় শ্রমিকরা ইপিজেড মোড়ে এসে সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেন। পরে সকাল ১০টা ৪০ মিনিটে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান টিবিএসকে বলেন, 'জেএনএফ করপোরেশনের অধীন মডেস্টি নামক কারখানায় ১৮০০ শ্রমিক কাজ করেন। ঈদ বোনাস না পাওয়ায় তারা বিক্ষোভ শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ ১৭ এপ্রিল বোনাস পরিশোধের ঘোষণা দিলেও শ্রমিকরা তা মানতে রাজি হননি। এরপর তারা সড়ক অবরোধ করেন।'
তিনি আরও বলেন, 'শ্রমিকদের দাবি, আজই বোনাস ও মার্চ মাসের বেতন দিতে হবে। আমরা তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।'
মাহমুদুল হাসান বলেন, 'আপাতত যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে তা কতক্ষণ বজায় থাকবে তা বলা যাচ্ছে না।'
উল্লেখ্য, গত শনিবার থেকে চট্টগ্রাম ইপিজেডের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে এবং প্রায় প্রতিদিনই সড়ক অবরোধ করা হচ্ছে, যা যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।