চট্টগ্রামে কেএফসি, পুমা আউটলেটে ভাঙচুরের ঘটনায় আটক ১

গতকাল সোমবার (৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল থেকে কেএফসি ও পুমার আউটলেট এবং কোকাকোলার সাইনবোর্ডসহ বিভিন্ন দোকানে ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
চকবাজার থানা পুলিশ গতকাল রাতেই তাকে আটক করেছে বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (পিআর) মাহমুদা বেগম।
তিনি বলেন, 'মিছিল থেকে ভাঙচুরের ঘটনায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তার সম্পৃক্ততা পাওয়া গেলে গ্রেপ্তার দেখানো হবে।'
তিনি বলেন, সিসি টিভি ও ভিডিও ফুটেজ দেখে ভাঙচুরে জড়িতদের শনাক্ত ও আটকটের জন্য অভিযান চলমান আছে।
তবে এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে জানিয়েছেন মাহমুদা বেগম।
উল্লেখ্য, গতকাল সোমবার চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে অন্তত ২৬ টি সামাজিক-রাজনৈতিক সংগঠন ফিলিস্তিনে চলমান ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। বেশ কয়েকটি মিছিল থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা জিইসির মোড়ে কেএফসি, লালখানবাজার মোড়ে পুমা এবং নগরীর বিভিন্ন দোকানের কোকাকোলার সাইনবোর্ড ও লোগো সংবলিত ফ্রিজ ভাঙচুর করে। এসময় পুলিশ মাঠে থাকলেও ভাঙচুর ঠেকাতে পারেনি। পরে সন্ধ্যায় পুলিশ মহাপরিদর্শক এসব ভাঙচুরের ঘটনার সাথে জড়িতদের আটকের নির্দেশ দিলে মাঠে নামে পুলিশ।