গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরতে ৪ দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট শুরু

দেশের বিনিয়োগ পরিবেশ এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সুযোগ তুলে ধরার উদ্দেশ্যে আজ (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চারদিনব্যাপী 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫' শুরু হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে কর্তৃপক্ষ (বেজা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য হলো, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন এবং শিল্পখাতের অস্থিরতা কাটিয়ে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা।
বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ করতে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাপী বিনিয়োগকারী সম্প্রদায়ের সামনে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা এবং সুবিধাগুলো তুলে ধরেছে।
সম্মেলনটি পাঁচটি অগ্রাধিকার খাতে মনোযোগ দেবে–নবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থনীতি, টেক্সটাইল ও পোশাক, স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যালস এবং কৃষি প্রক্রিয়াকরণ। এই খাতগুলোকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগের জন্য চিহ্নিত করা হয়েছে।
সম্মেলনটি ৯ এপ্রিল একই স্থানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যবসায়িক নেতারা এবং নীতিনির্ধারকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
প্রথম দিনে সম্মেলনের একটি প্রধান আয়োজন 'বাংলাদেশ স্টার্ট-আপ কানেক্ট ২০২৫' উদ্বোধন করা হয়।
স্টার্ট-আপ এক্সপোটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা, ভবিষ্যতদৃষ্টি সম্পন্ন স্টার্ট-আপ প্রতিষ্ঠাতারা এবং পরিবেশবাদীরা একত্রিত হয়ে দেশের উন্নয়নশীল স্টার্ট-আপ পরিবেশ পর্যালোচনা করছেন।
বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন।
ঢাকায় গতকাল (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, "বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক দৃশ্যপট এবং প্রবৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে পরিষ্কার ধারণা প্রয়োজন। এই সম্মেলন শুধু বিনিয়োগের সুযোগ তুলে ধরবে না, বরং আরও ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য নেওয়া সংস্কারের কথাও তুলে ধরবে।"
৫০টি দেশের ৫৫০ জনেরও বেশি বিনিয়োগকারী অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ব্যবসায়ী প্রতিনিধি (প্রায় ১০০ জন) চীন থেকে আসছেন।
সম্মেলনের অংশ হিসেবে ৬০ জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারী একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং দুটি অর্থনৈতিক অঞ্চলে সফর করার কথা রয়েছে।
শীর্ষ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর এবং জাপান অন্তর্ভুক্ত রয়েছে।
স্টারলিঙ্ক ৯ এপ্রিল লাইভ ইন্টারনেট সংযোগ প্রদর্শন করতে পারে। চৌধুরী আশিক মাহমুদের দেওয়া তথ্য অনুসারে, বাংলাদেশ নাসার সাথে একটি বেসামরিক মহাকাশ অনুসন্ধান চুক্তি স্বাক্ষরের পরিকল্পনাও করছে।
সম্মেলনের মাধ্যমে পাঁচজন স্থানীয় এবং বিদেশি উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে।
প্রধান উপদেষ্টা জার্মানি, চীন এবং দক্ষিণ কোরিয়া থেকে আসা ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠক করার কথা রয়েছে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি সম্মেলনে অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের সাথে আলোচনায় অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।