চট্টগ্রামে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু

চট্টগ্রাম নগরীতে ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত যুবদল কর্মী জিহাদুর রহমান জিহাদ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত জিহাদুর রহমান নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম শাহ আলমের অনুসারী ছিলেন। গত ২১ মার্চ খুলশী থানার জিইসি মোড়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে শাহ আলমের অনুসারী জিহাদুর ও আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হন এবং ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিনের অনুসারী রমিজ দারোয়ান ছুরিকাহত হন।
দলীয় সূত্র জানায়, শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী, আর শরিফুল ইসলাম তুহিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারী। দীর্ঘদিন ধরে নগর বিএনপির এই দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সংঘর্ষের পর উভয় পক্ষ খুলশী থানায় পৃথক দুটি মামলা করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জিহাদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে, যেখানে ১৬-১৭ জনকে আসামি করা হয়েছে। জিহাদের মৃত্যুর পর একটি মামলায় ৩০২ ধারা যুক্ত করা হবে। এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।'