ঈদের ছুটিতে দুইদিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য গত দুই দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। এর মধ্যে গত শুক্রবার (২৮ মার্চ) ১৮ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ ঢাকা ছাড়েন, আর শনিবার (২৯ মার্চ) ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ।
রোববার (৩০ মার্চ) বিকেলে প্রধান উপদেষ্টা শফিকুল আলম তার ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে এই তথ্য প্রকাশ করেন।
প্রকাশিত বিবরণীতে বলা হয়, ২৮ মার্চ রাত ১২টার পর থেকে ২৪ ঘণ্টায় ঢাকা ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭টি মোবাইল সিম ব্যবহারকারী। এ সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৬ লাখ ১২ হাজার ৩৩২টি সিম ব্যবহারকারী।
ঢাকা ছেড়ে যাওয়ার মধ্যে সবচেয়ে বেশি গ্রামীণফোনের সিম ব্যবহারকারী ছিলেন—৮ লাখ ১৬ হাজার। এছাড়া রবির ৪ লাখ ৪৭ হাজার ৬৭৬টি, বাংলালিংকের ৫ লাখ ৩৮ হাজার ২৯৬টি, এবং টেলিটকের ৯৭ হাজার ৬৩টি সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন।
অন্যদিকে ঢাকায় প্রবেশকারীদের মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী ছিলেন ২ লাখ ১০ হাজার ৭৩৫ জন, রবির ১ লাখ ২০ হাজার ৬৪৯, বাংলালিংকের ২ লাখ ১২ হাজার ৬০৪, এবং টেলিটকের ৬৮ হাজার ৩৪৪ জন।
শনিবার (২৯ মার্চ) দিনেও ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জন, এবং একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৫ লাখ ৮৮ হাজার ৪ জন।