শেষ দিনে ট্রেনে হাজার হাজার যাত্রী, নেই কোনো অব্যবস্থাপনা ও শিডিউল বিপর্যয়

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থাপনায় আজ শেষ দিন ট্রেন চলাচল করছে। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে হাজার হাজার ঘরমুখো যাত্রী ঢাকা ছাড়ছেন। সকাল থেকে প্রতিটি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ত্যাগ করেছে।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'আজ হাজার হাজার মানুষ ট্রেনে ঢাকা ছেড়ে যাচ্ছে। তবে আমরা সবকিছু ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারছি। দুপুর ১২ টা পর্যন্ত ১৮টি আন্তঃনগর ট্রেন সময়মতো ঢাকা ছেড়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।'
স্টেশন ঘুরে দেখা যায়, প্ল্যাটফর্মে অবস্থান করা ট্রেনগুলোতে যাত্রীদের ভিড়। প্রায় প্রতিটি কোচে যাত্রীদের ঠাসাঠাসি অবস্থা, পা ফেলার জায়গা নেই।
জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী আনোয়ারা বেগম বলেন, 'ট্রেন ছাড়ার কিছু আগে এসে আমি পরিবারসহ সিটে যেতে অনেকটা বেগ পেয়েছি। ট্রেনটি পূর্ণ ছিল, এবং ভেতরে অনেক গরম ছিল।'
এদিকে, একই ট্রেনের যাত্রী শাহিন আলম বলেন, 'যাত্রীর সংখ্যা বেশি থাকায় কিছুটা ভিড় ছিল। উঠতে একটু কষ্ট হয়েছে। তবে স্টেশনের ব্যবস্থাপনা বিগত দিনগুলোর তুলনায় অনেক ভালো। স্টেশনটি অনেক সুশৃঙ্খল ছিল, এমন পরিবেশ সবসময় চাই।'