২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ২৫ লাখ টাকার টোল আদায়

ঈদ সামনে রেখে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে গেলো ২৪ ঘণ্টায় ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকার টোল আদায় হয়েছে। এ সময়ে সেতু দিয়ে পার হয়েছে মোট ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন।
বৃহস্পতিবার রাত ১২ টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত মাওয়া ও জাজিরা—দুই প্রান্ত মিলিয়ে এ টোল আদায় হয়েছে বলে শনিবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন।
তিনি জানান, মাওয়া প্রান্ত দিয়ে ২৬ হাজার ৫৭টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৫৮০ টি যানবাহন সেতু পার হয়েছে।
আবু সাঈদ জানান, এর মধ্যে পদ্মা উভয় প্রান্ত দিয়ে মোট ৯৮৫২টি মোটরসাইকেল সেতু পার হয়েছে।
তিনি বলেন, 'ঈদ ঘিরে পদ্মা সেতু হয়ে মাওয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো চাপ লক্ষ্য করা যায়নি। এ অবস্থায় রাজধানী থেকে দক্ষিনবঙ্গমুখি যানবাহনগুলো সহসাই নির্বিঘ্নে সেতু পারাপার হচ্ছে।'