ঈদযাত্রা: পঞ্চম দিনও গাবতলীতে নেই যাত্রীদের ভিড়

ঈদযাত্রার পঞ্চম দিন ও ঈদ ছুটির প্রথম দিন আজ শুক্রবার (২৮ মার্চ)। আজ প্রচুর যাত্রী থাকা ছাড়ছেন। সবগুলো বাস পূর্ণ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে।
তবে ঢাকার সবচেয়ে বড় বাস টার্মিনাল গাবতলীতে নেই কোনো ভিড়। স্বাভাবিক সময়ের মতোই চলছে সবকিছু।
এর কারণ সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, মানুষ এখন অগ্রিম টিকিট নিয়ে নিচ্ছে এবং অনলাইনে টিকিট কেটে ফেলছে। ফলে বাস টার্মিনাল বা কাউন্টারে ভিড় হচ্ছে না।
শ্যামলী পরিবহনের সিনিয়র ম্যানেজার প্রভাত রয় বলেন, 'এখন সবাই অনলাইনে টিকিট কেটে নেয়। যাদের অনলাইনের অ্যাকসেস নেই, তারাও কাউন্টার থেকে অগ্রিম টিকিট নিয়ে নেন। গাড়ি ছাড়ার নির্দিষ্ট সময়ে তারা আসেন। এজন্য গাবতলীতে আগের মতো এখন আর ভিড় হয় না।'
তিনি আরও জানান, 'ঈদ উপলক্ষে এখন প্রতিদিন আমাদের গাবতলী থেকে বিভিন্ন রুটে ৬০টির মতো ট্রিপ যায়। সবগুলোই পূর্ণ যাত্রী নিয়ে ছাড়ছে। এই মুহূর্তে আমাদের ঈদের আগের কোনো গাড়ির আর আসন ফাঁকা নেই। আমাদের কিছু বাস ব্যাকআপ রাখা হয়েছে। ওর মধ্য থেকে যদি কোনো বাস ট্রিপে যুক্ত করা হয়, সেটার জন্য হয়তো টিকিট দেওয়া যেতে পারে।'
রাস্তাঘাটের অবস্থা সম্পর্কে তিনি জানান, এবার রাস্তাঘাটে তেমন কোনো যানজট নেই। গতকাল রাতে শুধু বাইপাইলে দুই ঘণ্টার মতো জ্যাম ছিল। তবে এখন পুরো রাস্তা পরিষ্কার। আজকে আমরা কোনো যানজটের খবর পাইনি। গাড়িগুলো যাত্রী নামিয়ে দ্রুত ঢাকায় ফিরতে পারছে। ফলে আমরাও সময়মতো গাড়ি ছাড়তে পারছি।

এদিকে গাবতলীতে দু-একটি পরিবহন সরকার নির্ধারিত ভাড়ার থেকে বাড়তি ভাড়া আদায় করেছিল। তবে ২৬ তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ম্যাজিস্ট্রেট কয়েকটি পরিবহনকে জরিমানা করায় এখন সবাই সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছে।
হানিফ পরিবহনের সেলস এক্সিকিউটি মো. তুহিন বলেন, 'এখানে কয়েকটি ছোট পরিবহন, ওরা একটু বাড়তি ভাড়া নিচ্ছিল। তবে বিআরটিএ জরিমানা করার পর এখন সব ঠিক আছে। আমাদের জানামতে, এখন আর এখানে কোনো বাড়তি ভাড়া কেউ নিচ্ছে না। তাছাড়া মালিকরাও এখন ভাড়ার বিষয়টা মনিটরিং করছে। বাড়তি ভাড়া নিলে তারাও শাস্তি দিচ্ছেন।'
গাবতলী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রয়েছে র্যাব ও পুলিশের কন্ট্রোল রুম। এছাড়া বিআরটিএর ভিজিলেন্স টিম কাজ করছে।
বিআরটিএর কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মোটরযান পরিদর্শক ফয়েজ আহমেদ বলেন, 'আমাদের ম্যাজিস্ট্রেটসহ মোবাইল টিম সর্বক্ষণ টার্মিনালে পরিদর্শন করছে। কোনোরকম অনিয়ম পেলে শাস্তির আওতায় আনা হচ্ছে। এখন গাবতলী এলাকায় কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। আমরা নিজেরাও পরিদর্শন করে দেখছি।
'এছাড়া সব জায়গায় আমাদের কন্ট্রোল রুমের নম্বর দেয়া আছে। কোনো অভিযোগ পেলে আমরা সাথে সাথে পদক্ষেপ নিচ্ছি। এছাড়া এখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা রয়েছেন। কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে আমরা তাদের সহযোগিতা নেব।'