হাজিরা দিয়েই বাড়ির পথে সচিবালয়ের কর্মীরা, কর্মকর্তাদের উপস্থিতিও কম

ঈদুল ফিতরের ছুটির আগে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) শেষ কর্মদিবস।
এদিন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম দেখা গেছে। বেশিরভাগ কর্মীরা উপস্থিত হয়েছেন হাজিরা দেওয়ার জন্য। উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিও কম দেখা গেছে।
সকাল ১১টার দিকে সচিবালয়ের বিভিন্ন দফতরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, অর্ধেকের বেশি কর্মকর্তা তাদের দপ্তরে নেই। আর যারা আছেন, তারাও আছেন ছুটির মেজাজে। কোনো কোনো মন্ত্রণালয়ের কিছু শাখা প্রায় খালি পড়ে রয়েছে।
কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, অনেকে ঈদের আগে ছুটি নিয়েছেন। তারা অফিসে আসেননি। আবার অনেকের আজকেই শহর থেকে গ্রামে যাওয়ার গাড়ির টিকিট কাটা আছে। আগেভাগে বের হয়ে গিয়ে গাড়ি ধরবেন। এজন্য অফিসে উপস্থিতি নিশ্চিত করে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন নিয়ে চলে গেছেন বা যাচ্ছেন। ফলে উপস্থিতিও কম। কাজও হচ্ছে না বিশেষ।
আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র ফিতরের টানা ৯ দিনের সরকারি ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ অথবা ১ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ সচিবালয়ে দর্শনার্থীদের উপস্থিতিও কম দেখা গেছে। তবে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা বরাবরের মতো দেখা গেছে।