রেলের ঈদ যাত্রার প্রথম দিনে: কমলাপুরে বাড়ি ফেরা মানুষের ভিড়

ট্রেনের ঈদ যাত্রা শুরু হলো আজ সোমবার (২৪ মার্চ) থেকে। এদিন সকাল ৬টা থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন হতে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে ঈদ যাত্রা শুরু হয়।
সকালে স্বাভাবিক অবস্থা থাকলেও বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে।
সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যাপক জটলা। এবারও বিগত দিনের মতো টিকিটবিহীন কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাই ভিড় থাকলেও প্ল্যাটফর্মে অনেকটা স্বস্তিতে আছেন টিকিটধারী যাত্রীরা। খুব বেশি ঝামেলা ছাড়াই ভালোভাবে ট্রেনে উঠতেও পারছেন তারা।
জামালপুর এক্সপ্রেসের যাত্রী শাহান আরা বলেন, 'শেষের দিকে ভিড় হতে পারে, এজন্য বাচ্চাকাচ্চা ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে আগেভাগেই চলে যাচ্ছি। আজকেও ভিড় আছে কিছুটা, তবে সেটা খুব সমস্যা তৈরি করছে না। যেহেতু টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না, এজন্য যাত্রী ছাড়া অন্য কোনো বাড়তি লোকজন নেই। আমার আগেও যারা গিয়েছেন, তারাও ভালোভাবে ট্রেনে উঠতে পেরেছেন।'
একই ট্রেনের যাত্রী জাহাঙ্গীর আলমের পরিবার। তিনি বলেন, 'দু-একদিন পরেই ট্রেনে ব্যাপক ভিড় হবে। ফলে আগেভাগেই পরিবারকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আমি শেষ সময়ে কোনো না কোনোভাবে যেতেই পারব। তবে পরিবারের সবাই স্বস্তিতে যাক, এজন্য ব্যবস্থা করা।'

এদিকে টিকিটবিহীন যাত্রী বা কোনো অনাকাঙ্ক্ষিত লোক যাতে প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে, সেজন্য কমলাপুর স্টেশনে তিন স্তরের চেকিং হচ্ছে।
প্রথমে পার্কিং এরিয়ায় টিকিট চেকিং করা হয়। টিকিট ছাড়া যদি কেউ চলে আসে, সেক্ষেত্রে স্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে। দ্বিতীয় চেকিং হচ্ছে টিকিট কাউন্টারগুলোর সামনে। আর সর্বশেষ চেকিং হয় প্ল্যাটফর্মে ঢোকার আগে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রেলস্টেশনে পুলিশ, র্যাব ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন।
ঈদযাত্রা নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, 'আজ থেকেই ট্রেনে ঈদের যাত্রা শুরু হলো। স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের তুলনায় আজ যাত্রীর চাপ বেশি। তবে ঈদ যাত্রা স্বস্তিদায়ক, নিরাপদ এবং যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের সার্বিক ব্যবস্থা নেওয়া আছে।'
তিনি জানান, আজ সারা দিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে।