সাবেক প্রতিমন্ত্রী চুমকির ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ফ্ল্যাট ক্রোক

সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া রাজধানীতে তার নামে থাকা ৩ হাজার ১১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২৩ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, আসামি মেহের আফরোজ ওরফে মেহের আফরোজ চুমকি নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে দুদকের একটি মামলা চলমান রয়েছে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নামে অর্জিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ/ক্রোক করা আবশ্যক।