সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই: সারজিস আলম

সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানের পক্ষের শক্তির কোনো দ্বন্দ্ব নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি বলেন, 'সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠেপড়ে লেগেছে। তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।'
এই এনসিপি নেতা আরও বলেন, 'সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ ছিল। আমরা এটি রাখতে চাই। আমরা মনে করি, অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে তারা যেমন বাংলাদেশের মানুষের পাশে ছিল, একইভাবে আগামীতে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে।'
সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন উল্লেখ করে সারজিস বলেন, দেশের স্থিতিশীলতার জন্য যেকোনো বিশৃঙ্খলা এড়াতে হবে।
তিনি আরও বলেন, 'নির্বাচনের রোডম্যাপ ঠিক হয়ে গেলে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবিলা করতে পারব। সংস্কারগুলো কোন পর্যায়ে হবে, তা-ও ঠিক হয়ে যাবে।'