ধানমন্ডিতে হিযবুত তাহরীরের মিছিলে পুলিশের বাধা, গ্রেপ্তার ৭

রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করার সময় শুক্রবার (২১ মার্চ) সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, 'শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি-৭ নম্বর এলাকার বায়তুন আমান জামে মসজিদ থেকে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে শোভাযাত্রা বের করে একদল মানুষ।'
তিনি বলেন, 'পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে।'
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।