আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ আজ

আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার (২১ মার্চ) বিকেল তিনটায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনসহ কয়েকটি ছাত্র সংগঠন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে দাবি করেন, ভারতের তত্ত্বাবধানে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে।
এরপরই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার দিবাগত রাতে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আনুমানিক রাত দুইটায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
সমাবেশে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের আহ্বান জানায় তারা।
এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের অপসারণ এবং 'সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে না'—প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এ বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান তারা।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ড. কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলকে ইউনূস বলেন, তার প্রশাসনের আওতায় আ. লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে দলে থাকা যেসব ব্যক্তি হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা হবে।
এদিকে, জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান আজ ভোরে ফেসবুকে এক পোস্টে হাসনাতের বক্তব্যের প্রতি ইঙ্গিতপূর্ণ সমর্থন জানিয়েছেন। 'আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না' শীর্ষক এক বিবৃতিতে তিনি সরাসরি দল নিষিদ্ধের দাবি না তুললেও আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা জাতীয় অগ্রাধিকারের তালিকায় শীর্ষে থাকা উচিত বলে মন্তব্য করেছেন।